thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পুলিশের বাঁধায় ইসলামী আন্দোলনের গণমিছিল থামলো শান্তিনগরে

২০২৩ নভেম্বর ১৫ ২০:৪৬:৪৪
পুলিশের বাঁধায় ইসলামী আন্দোলনের গণমিছিল থামলো শান্তিনগরে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ‘ঠেকাতে’ নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ‘ঠেকাতে’ নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল মাঝপথে আটকে দিয়েছে পুলিশ। মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

মিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় দিয়ে কাকরাইল হয়ে শান্তিনগরে চৌরাস্তায় গিয়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। মিছিল আটকাতে ওই চৌরাস্তা পুলিশ তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছিল। মিছিলটি পুলিশের দুই স্তরের নিরাপত্তা বেষ্টনীর প্রথম স্তর পার হতে পারলেও দ্বিতীয় বাধা অতিক্রম করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, 'বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছি। মিছিলের জন্য নাইটিঙ্গেল-কাকরাইল-শান্তিনগরের দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকাল সোয়া ৪টা থেকে এসব সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখসহ বিস্তারিত সময়সূচি জানা যাবে বুধবার সন্ধ্যায়। বিকেলে নির্বাচন কমিশনের ২৬ তম সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর