thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক উপায়েই: কাদের

২০২৩ নভেম্বর ১৬ ১২:০১:২২
আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক উপায়েই: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এসব বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের রায় ছাড়া আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে কখনো রাষ্ট্র ক্ষমতার কথা চিন্তা করে না।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র ছাড়া ষড়যন্ত্রের পথে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতার ইতিহাস নেই।

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক উপায়েই এসেছে।

ওবায়দুল কাদের বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।

সেতুমন্ত্রী বলেন, আসলে বিএনপি নেতাদের আন্দোলনের রাজনীতির অভিজ্ঞতা নেই। কারও জন্য কোন বাঁধা নেই, সবার জন্য নির্বাচনের দরজা খোলা আছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর