thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

"পিটার হাসের নির্বাচন নিয়ে এতো দৌড়াদৌড়ি ভালো না"

২০২৩ নভেম্বর ১৭ ১৮:২০:৫৮

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের কার্যক্রম ভালো চোখে দেখছেন না কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, পিটার হাসের বাংলাদেশের নির্বাচন নিয়ে এতো দৌড়াদৌড়ি ভালো না। তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়েছেন, দেশে কি আর কোনো দল নেই? আর কি কোনো মানুষ নেই? তিনি তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন।

তিনি বলেছেন, পিটার হাস এটি গর্হিত কাজ করেছেন।

তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছে। এজন্য তাকে স্যাংশন দেওয়া যেতে পারে, আইনের আওতায় আনা যেতে পারে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকীতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমাদের ছোট দেশ বলে গরিবের সুন্দরী বৌয়ের মতো যে যা খুশি বলবে এটা হতে পারে না। এটা চলতে পারে না। কোনো বিদেশি এটা করতেই পারে না। তাকে আইনের আওতায় আনা যেতে পারে। ’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপিতে মুসলমান আছে কিনা জানি না। ইসরায়েল যেভাবে গাজার ওপর হামলা করছে, বৃদ্ধ-নারী ও শিশু হত্যা করছে; এ অবস্থায় ইসরায়েলের দিকে থাকা আমেরিকার সমর্থন নেওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি করে সম্ভব! ফলে তাদের (বিএনপি) ভোট দেওয়া উচিৎ না মনেকরি। ’

কাদের বলেন, ‘দেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এতে অনেকেই খুশি না, আমিও না। কিন্তু তারপরেও বলবো একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। এখন সরকার হচ্ছে নির্বাচন কমিশন, তাদের যেন বোধোদয় হয়। তারা যেন প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে পারে। যদি গত নির্বাচনের মতো এ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত হবে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর