thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

দারাজে মিনিস্টার পণ্যে কিনলেই ৫০% ডিসকাউন্ট

২০২৩ নভেম্বর ১৯ ১৩:৩৫:০৭
দারাজে মিনিস্টার পণ্যে কিনলেই ৫০% ডিসকাউন্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলতি বছরের সেরা অনলাইন সেলস ‘দারাজ ১১.১১’। দারাজের এই ক্যাম্পেইন চলবে পুরো মাস জুড়েই। আর দারাজের এই ১১.১১ ক্যাম্পেইন থেকে দেশের অন্যতম সেরা ইলেক্ট্রনিক ব্রান্ড মিনিস্টারের যেকোন ইলেক্ট্রনিক্স পণ্য এবং মিনিস্টার হিউম্যান কেয়ারের (এফএমসিজি) সকল পণ্য কিনলেই গ্রাহক পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্ট!

মিনিস্টারের যেকোনো ইলেকট্রনিকস পণ্যের উপর ক্রেতা সাধারণের জন্য থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। সাথে থাকছে ইএমআই সুবিধা। আর মিনিস্টার হিউম্যান কেয়ার (এফএমসিজি) পণ্যে থাকছে সর্বোচ্চ ৩০% ডিসকাউন্ট। এছাড়াও মিনিস্টারের ৩ কেজি ব্রাইট ওয়াস পাচ্ছে অবিশাস্য মূল্যে মাত্র ৩০০ টাকায়। পুরো মাস জুড়েই দারাজ অনলাইনে অর্ডার দিলেই থাকছে এই অফার।

দারাজ ১১.১১ ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইল মিনিস্টার গ্রুপ এর ই-কমার্স প্লাটফম ‘ই-রাজ’ এর ম্যানেজার রোকনুজ্জামান রিজু বলেন, ‘‘দারাজ ১১.১১ ক্যাম্পেইন’ অনলাইন ক্রেতা সাধারণের জন্য বছরের সবচেয় বড় সেলস ক্যাম্পেইন। এর মাধ্যমে গ্রাহক ঘরে বসেই অবিশ্বাস্য ডিসকউন্টে অর্ডার করতে পারেন পছন্দের যেকোন পণ্য। গ্রাহকরা যেন কোন ধরনের ঝামেলা ছাড়াই দোকান বা শো-রুমে না গিয়েই আমাদের পণ্য সহজেই কিনতে পারে এবং ঘরে বসেই পেতে পারেন অর্ডার করা পছন্দের পণ্যটি সেই জন্য মিনিস্টার গ্রুপ আর
দারাজ একসাথে কাজ করছে। আশা করছি, আমরা সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অজনে সক্ষম হবো।

তাই আকর্ষণীয় সব অফার পেতে আজই ডাউনলোড করুন দারাজ অ্যাপ আর অবিশ্বাস্য ডিসকউন্টে কিনুন মিনিস্টারের সকল পণ্য।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর