thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

যাত্রাবাড়ীতে  রাইদা পরিবহণের বাসে আগুন

২০২৩ নভেম্বর ২১ ২৩:৫৩:৫৮
যাত্রাবাড়ীতে  রাইদা পরিবহণের বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে রাইদা পরিবহণের একটি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত পৌনে ৯টার সময় এ ঘটনা ঘটে। এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিন্ত্রন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল। যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আসার পর দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪/৫ জন আহত হন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ যুগান্তরকে বলেন, রাত পৌনে ৯টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, রাইদা পরিবহণের বাসটি যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা আগুন দেয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর