thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

"বিএনপির ষড়যন্ত্র ছাপিয়ে যথাসময়েই নির্বাচন হবে"

২০২৩ নভেম্বর ২৪ ২২:৩০:৪৪

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ষড়যন্ত্র ছাপিয়ে যথাসময়েই নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচন বানচাল করে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিপন্ন করতে চায় তারা। এরা দেশের কল্যাণের পথে হাঁটে না, দেশের কথাও চিন্তা করে না। তিনি বলেন, সব ষড়যন্ত্র ছাপিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিতে চায় আওয়ামী লীগ। তার বিকল্প বাংলাদেশ এখনও তৈরি হয়নি।

এ সময় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ নেতারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর