thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

রাজনৈতিক টানাপোড়নের মাঝেই দেবর ভাবির বৈঠক

২০২৩ নভেম্বর ২৬ ১১:৫১:৩৮
রাজনৈতিক টানাপোড়নের মাঝেই দেবর ভাবির বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিরোধীদলীয় নেতা রওশন এরশা‌দের বাসায় গেছেন জাতীয় পা‌র্টির (জাপা) চেয়ারম্যান জি এম কা‌দের। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে রওশনের বাসায় যান জিএম কা‌দের। পরে রাত ১০টার পর সেখান থেকে বের হন জাপা চেয়ারম্যান।

জাপার বিবদমান দুই প‌ক্ষের সূত্রই নাম প্রকাশ না করার শ‌র্তে সমকাল‌কে এ ত‌থ্যের সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছে। জিএম কা‌দের এবং রওশন এরশাদ আগামী নির্বাচন নি‌য়ে ঘণ্টাখা‌নেক কথা ব‌লেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ এবং রাহগির আল মাহী এরশাদ সাদ। সরকা‌রি সংস্থার ক‌য়েকজন সদস্যও বৈঠ‌কে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে জাপা সূত্র। রাত ১০টার পর জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান। তবে তা‌দের দু’জ‌নের স‌ঙ্গে বৈঠ‌কের বিষ‌য়ে কথা বল‌তে পা‌রে‌নি সমকাল।

জাপার দু’প‌ক্ষই নির্বাচ‌নমুখী হ‌লেও দল‌টি‌তে নেতৃত্ব নি‌য়ে জি এম কা‌দের ও রওশন এরশা‌দের ম‌ধ্যে বি‌রোধ চল‌ছে। রওশ‌নের অনুসারী‌দের দ‌লীয় ম‌নোনয়ন ফরম দেয়‌নি জি এম কা‌দে‌রের নেতৃত্বাধীন জাপা। এতে ক্ষুব্ধ হয়ে রওশন এরশাদও মনোয়ন ফ‌রম নেন‌নি। রওশনপুত্র সাদ এরশা‌দের রংপুর-৩ আস‌নে প্রার্থী হ‌তে যা‌চ্ছেন জাপা চেয়ারম‌্যান জি এম কা‌দের। এতে রওশ‌নের স‌ঙ্গে বি‌ভেদ আরও বে‌ড়ে‌ছে। এই প‌রি‌স্থি‌তি‌তে তার স‌ঙ্গে দেখা কর‌লেন জি এম কা‌দের।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর