thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে

২০২৩ নভেম্বর ২৭ ১৭:৫০:০৪
হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় অক্টোবরের পর নভেম্বরেও হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে। চলতি মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে ৬ কোটি২২ লাখ ডলার।

সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছ।

প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। যা আগের বছর একই সময়ে দৈনিক এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এর মধ্যে নভেম্বরের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

নভেম্বরের ২৪ দিনে প্রবাসী আয় আসেনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক ইন্ডিয়া।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর