thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

বেইলি রোডে ককটেল বিস্ফোরণে  আহত  ২ 

২০২৩ নভেম্বর ২৯ ০৯:৩৬:৪৪
বেইলি রোডে ককটেল বিস্ফোরণে  আহত  ২ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর শান্তিনগর বেইলি রোডের মুখে ককটেল বিস্ফোরণে শাকিল হোসেন ও আশিকুর রহমান নামে ২ যুবক আহত হয়েছে। তাদের বয়স যথাক্রমে ২৬ ও ২৮ বছর।মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শান্তিনগর বেইলি রোডের মুখে ককটেল বিস্ফোরণে আহত হন তারা। পরে দুই জনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে প্রাথমিক চিকিৎসা নেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা সবুজ হাসান নামে এক ব্যক্তি জানান, তারা সবাই বেলি রোডে অবস্থিত একটি তৈরি পোশাক শোরুমে চাকরি করেন। রাতে ডিউটি শেষ করে হেঁটে শান্তিনগর মোড়ে যাচ্ছিলেন বাসে উঠার জন্য। বেইলি রোডের মুখে পৌঁছানোর সঙ্গেসঙ্গেককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে তাদের পায়ে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।

এদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত দুইজনের দাবি, ককটেল বিস্ফোরণের স্প্রিন্টারের আঘাতে তারা আহত হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর