thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মন্ত্রীদের পদত্যাগপত্র জমার সাংবিধানিক ব্যাখ্যা চেয়ে নোটিশ

২০১৩ নভেম্বর ১৩ ১১:১৩:১৩
মন্ত্রীদের পদত্যাগপত্র জমার সাংবিধানিক ব্যাখ্যা চেয়ে নোটিশ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পদত্যাগপত্র জমা দেওয়ার পরও মন্ত্রীরা স্বপদে বহাল থাকতে পারে কিনা সে বিষয়ে জনগণের কাছে সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু মঙ্গলবার রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান।

নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জনগণের সামনে সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে হাইকোর্ট রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জুলফিকার আলী জানান, ‘জনস্বার্থে আমি লিগ্যাল নোটিশটি পাঠিয়েছি। নোটিশে সংবিধানের ৫৮(১)অনুচ্ছেদ উল্লেখ করে ব্যাখ্যা দেওয়ার কথা বলা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিগ্যাল নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট করা হবে।’

(দিরিপোর্ট২৪/এআইপি/এমসি/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর