thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বৃহস্পতিবারের মধ্যেই কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায়

২০১৩ নভেম্বর ১৩ ১১:৩৫:৪৭
বৃহস্পতিবারের মধ্যেই কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায়

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশ হতে পারে।

সূত্র জানায়, পাঁচ বিচারপতির মধ্যে চার বিচারপতি অনেক আগেই রায় লেখা শেষ করেন। সর্বশেষ রায়ে ভিন্নমত দেওয়া বিচারপতি রায় লেখা শেষ করার পর তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি বিষয়টি দেখার পর রায়টি প্রকাশের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত হলেই রায়ে পাঁচ বিচারপতি স্বাক্ষর করে তা সংশ্লিষ্ট শাখায় প্রকাশের জন্য পাঠানো হবে।

তবে রায় প্রকাশের পর তা কার্যকর করা হবে নাকি কাদের মোল্লাকে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করার সুযোগ দেওয়া হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। কেননা আপিল বিভাগ কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়ে রায় দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনমন্ত্রী বলেছিলেন, কাদের মোল্লার রিভিউ আবেদন করার সুযোগ নেই।

অবশ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বলেছিলেন, কাদের মোল্লার রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। একইভাবে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও বলেছিলেন, সংবিধান অনুযায়ী কাদের মোল্লার রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। সে অনুযায়ী রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যেই রিভিউ আবেদন করা হবে।

অবশ্য বিতর্ক এড়াতে রিভিউ আবেদনের সুযোগ দেওয়া হতে পারে। তবে রিভিউ আবেদন করা হলেও রায় কার্যকরের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। কারণ রিভিউ আবেদন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বাকি থাকবে। সে আবেদন নিষ্পত্তিতেও খুব বেশি সময় লাগতে নাও পারে।

আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের সংক্ষিপ্ত রায় গত ১৭ সেপ্টেম্বর ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্ব গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী একমত হন। বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা সাজার বিষয়ে দ্বিমত পোষণ করেন। তবে সর্বসম্মতিক্রমে কাদের মোল্লার যাবজ্জীবন খারিজ করা হয়।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তোলে গণজাগরণ মঞ্চ। এক পর্যায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) সংশোধন বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে এই আইনে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ ছিল না। গত ৩ মার্চ সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে। পরদিন সাজা থেকে অব্যাহতি চেয়ে কাদের মোল্লার পক্ষে আপিল করা হয়। গত ১ এপ্রিল থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হয়।

(দিরিপোর্ট২৪/এআইপি/এমসি/জেএম/এইচএসএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর