thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সেনানিবাসে অনন্ত

২০১৩ অক্টোবর ১০ ১৩:১৫:১১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সেনানিবাসে অনন্ত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : শারীরিক ফিটনেসের বিষয়ে সেনা সদস্যদের উৎসাহ দিলেন চিত্রনায়ক অনন্ত। সম্প্রতি তিনি ঢাকা সেনানিবাসের এক অনুষ্ঠানে যোগ দেন।

৬ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ ব্যাটালিয়ন ফরমেশন মোটিভেশন শিরোনামে একটি অফিসিয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ও সৈনিকদের ফিজিক্যাল ফিটনেসের প্রতি আরও উৎসাহিত করতে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বর্তমান চলচ্চিত্রের অ্যাকশন হিরো অনন্ত জলিলকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিগন্যাল ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বারী। আরো উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও সহস্রাধিক সৈনিক। অনন্ত সেখানে সবার উদ্দেশ্যে বক্তব্য দেন। সবশেষে ব্রিগেডিয়ার জেনারেল বারী তাকে শুভেচ্ছাস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যাদের বলি তারাই বাংলাদেশ সেনাবাহিনী। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শের একজন অন্ধভক্ত। জাতির গৌরব সেনাসদস্যদের উৎসাহ দিতে আমাকে আমন্ত্রণ জানানো আমার জন্য অনেক সম্মানের।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর