thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিউনিখ সম্মেলনে  মনোযোগের কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা:  পররাষ্ট্রমন্ত্রী 

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১৪:২৪:৫৬
মিউনিখ সম্মেলনে  মনোযোগের কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা:  পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:জার্মানি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জার্মানি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে শুক্রবার (ফেব্রুয়ারি ১৬) মিউনিখে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের শেখ হাসিনার উপস্থিতি সবার বিরাট মনোযোগ আকর্ষণ করেছে। সকল বিশ্ব নেতা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তিনি (শেখ হাসিনা) অন্যতম মনোযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছেন।তিনি বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আজকে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন। শেখ হাসিনার সাতটি দ্বিপাক্ষিক মিটিং এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রী, ডেনমার্কের প্রধানমন্ত্রী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ওমেন পলিটিক্যাল লিডার্স এর প্রেসিডেন্ট, মেটা গ্লোবালের চেয়ারম্যান এর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ডেনমার্ক এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন এবং রোহিঙ্গাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর