thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

"এবারের সংসদ নির্বাচন ছিলো বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন"

২০২৪ ফেব্রুয়ারি ২৬ ১৩:১৬:২৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করছে বিএনপি।

সোমবার সকালে রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে নিহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী'র পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন মঈন খান।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে একদলীয় শাসন ও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।

মঈন বলেন, ক্ষমতাসীনরা জনগণের নূন্যতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

অভিযোগ করেন, সরকার পাকিস্তান আমলের ২২পরিবারের মতোই দেশে ২২০টি লুটেরা পরিবার সৃষ্টি করেছে যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর