thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বর্তমান মন্ত্রিসভার আকার বাড়ছে,  শুক্রবার  শপথ 

২০২৪ মার্চ ০১ ০১:৫৪:১৪
বর্তমান মন্ত্রিসভার আকার বাড়ছে,  শুক্রবার  শপথ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেওয়া আওয়ামী লীগ সরকারের বর্তমান মন্ত্রিসভার আকার বাড়ছে। আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শপথ নেবেন মন্ত্রিসভার নতুন সদস্যরা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে।

শুক্রবার নতুন করে কতজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী শপথ নেবেন এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর এখন পর্যন্ত কিছু জানায়নি। গত ১১ জানুয়ারি টানা চতুর্থবার প্রধানমন্ত্রীর শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী। ওই দিনই শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন।

এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ২২৩টি আসনে বিজয়ী হয়েছে নৌকা। জোট শরিকরাও নৌকা প্রতীকে নির্বাচন করে দুটি আসন পেয়েছেন। জাতীয় পার্টি পেয়েছে ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসন বাগিয়ে নিয়েছেন। যদিও তাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর