thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

চট্টগ্রামে হেফাজতের সম্মেলন ১১ ও ১২ এপ্রিল

২০১৪ এপ্রিল ০৪ ১৫:৩৬:৪৯
চট্টগ্রামে হেফাজতের সম্মেলন ১১ ও ১২ এপ্রিল

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের লালদীঘি মাঠে আগামী ১১ ও ১২ এপ্রিল দুইদিনব্যাপী রেসালত (সা.) সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

হেফাজতের আমির আল্লামা শাহ্ আহমদ শফী এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন সফল করতে জুমার নামাজের পর মসজিদে মসজিদে লিফলেট বিলি করেছে হেফাজতে ইসলামের সদস্যরা।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আল্লামা নুরি জানান লালদীঘি মাঠে ১১ ও ১২ মার্চ রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে প্রশাসনিক অনুমুতি পেয়ে গেছি। সন্মেলনে প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। হেফাজতের আমিরআল্লামা শাহ্ আহমদ শফী এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও দেশের শীর্ষ আলেমরা এতে বয়ান করবেন।

দীর্ঘদিন নীরব থাকার পর হেফাজতে এই সম্মেলনের মাধ্যমে তাদের অস্তিত্ত্ব জানান দিতে চায়। ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশের পর আর কোনো কর্মসূচি ঠিকভাবে পালন করতে পারেনি হেফজতে।

জানা গেছে চট্টগ্রাম ছাড়াও সারাদেশের কওমী মাদ্রাসা থেকে নেতাকর্মীরা যোগ দেবে এই সন্মেলনে।

নগর পুলিশের উপপরিচালক (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার শর্তে হেফাজতে ইসলামকে রেসালত (সা.) সন্মেলনের অনুমুতি দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যাবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/আরকে/এপ্রিল ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর