thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গাজীপুরে  দগ্ধ  কারও অবস্থাই আশঙ্কামুক্ত নয়:  স্বাস্থ্যমন্ত্রী 

২০২৪ মার্চ ১৪ ১৩:১৮:১০
গাজীপুরে  দগ্ধ  কারও অবস্থাই আশঙ্কামুক্ত নয়:  স্বাস্থ্যমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:গাজীপুরে আগুনের ঘটনায় ৩২ জন দগ্ধ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬ জন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে।

তবে কারও অবস্থাই শঙ্কামুক্ত নয়।বৃহস্পতিবার (১৪মার্চ) বেলা সোয়া ১১টার দিকে দগ্ধদের দেখে এসব মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী বলেন, গাজীপুরের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন ভর্তি রয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। সকালে ইনস্টিটিউটের চিকিৎসকদের নিয়ে রোগীগুলো দেখেছি। সবার বাজে অবস্থা। সবারই শ্বাসনালীতে বার্ন রয়েছে। এরমধ্যে ৬ জন নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ) রয়েছে। তবে কারও অবস্থাই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শিশুদের ১০ শতাংশের বেশি হইলেই মেজর হয়ে যায়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার ফোন দিয়ে রোগীদের খোঁজখবর নিচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর