thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঈদের    ছুটি ২ দিন বাড়ানোর দাবি  যাত্রী কল্যাণ সমিতির

২০২৪ মার্চ ২৭ ১৩:৩৩:০০
ঈদের    ছুটি ২ দিন বাড়ানোর দাবি  যাত্রী কল্যাণ সমিতির

দ্য রিপোর্ট প্রতিবেদক:যাত্রীদের দুর্ভোগ কমাতে ভাগে ভাগে যাওয়ার সুবিধার্থেঈদের ছুটি আরও ২ দিন বাড়ানোর দাবি জানিয়েছেবাংলাদেশযাত্রী কল্যাণ সমিতি। বুধবার (২৭ মার্চ) সকালে ডিআরইউ’তে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় যাত্রী কল্যাণের মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, ১৪০টি স্পটে নজরদারি বাড়ানো দরকার। দেশের ১০টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২১৮ টি অতিঝুকিপূর্ণ। আর এসব স্পটেই ৬০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ছুটি বাড়ানো হলে যাতায়াতে দুর্ভোগ, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।

এবারেরঈদে বাস-মিনিবাসে ৩০ লাখ, লঞ্চে ৬০ লাখ, ট্রেনে ৪ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, খোলা ট্রাক ও পণ্যবাহী গাড়িতে ১৮ লাখ মানুষ যাতায়াত করবে বলেও জানানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর