thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঈদযাত্রার সপ্তম দিন:  প্রথম ঘণ্টাতেই শেষ ৯৫% টিকিট

২০২৪ মার্চ ৩০ ১৩:০৪:৪৮
ঈদযাত্রার সপ্তম দিন:  প্রথম ঘণ্টাতেই শেষ ৯৫% টিকিট

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিন চলছে আজ (শনিবার)। এদিন অনলাইনে ছাড়ার প্রথম ঘণ্টাতেই প্রায় ১৪ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে।

অর্থাৎ, আগামী ৯ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকেটের মধ্যে প্রায় ১৪ হাজার বিক্রি হয়ে গেছে।

শনিবার (৩০ মার্চ) সহজ ডটকমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮টা থেকে সাড়ে ৮টা) হিট পড়ে ১ কোটি ২৩ লাখ। গড়ে একটি পেতে চেষ্টা করেছেন ৮৩২ জন।

অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট রেল সেবা অ্যাপে দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হবে। আজ পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে।ঈদউপলক্ষ্যে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে।

এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে।ঈদযাত্রা কে ভালো রাখার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর