thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বিএটিবিসিতে নতুন সচিব নিয়োগ

২০২৪ এপ্রিল ০১ ১১:৫১:৫২
বিএটিবিসিতে নতুন সচিব নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানিতে (বিএটিবিসি) নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আফজাল হোসেন। তার নিয়োগ চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।

প্রসঙ্গত, বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭২.৯১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩.০৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৬.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭.৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর