thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভারতীয় পিঁয়াজ মিলবে ৪০ টাকায়

২০২৪ এপ্রিল ০২ ১১:৪১:২৬
ভারতীয় পিঁয়াজ মিলবে ৪০ টাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক:ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ মঙ্গলবার থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করবে ভারতীয় পিঁয়াজ। সকালে কারওয়ান বাজারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই পিঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে টিসিবির আমদানিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে প্রথম ধাপে এক হাজার ৬৫০ টন সোমবার রেলযোগে দেশে এসেছে। ওই পিঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে।

প্রতি কেজি পিঁয়াজের পূর্ব নির্ধারিত ভোক্তা মূল্য ৫০ টাকা থেকে ১০ টাকা কমেয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এই পিঁয়াজ দুই কেজি করে ক্রয় করতে পারবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর