thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ

২০২৪ এপ্রিল ১৩ ১২:১১:২৪
জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের জন্য অনেক মানুষ ঢাকা ছেড়েছেন। চিরাচরিত ঢাকার ভিন্নরূপ দেখা যায় এ সময়। কিন্তু এবারের দীর্ঘ বন্ধের পর জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করবেন মানুষ।

শনিবার (১৩ এপ্রিল) শুরু হচ্ছে ট্রেনের ফিরতি যাত্রা।

আগামী সোমবার অফিস-আদালত খুলছে। তাই আজ বাদে কাল রোববার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়বে। তবে আজ শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার আবার পয়লা বৈশাখের ছুটি।

ঈদের আগের দিন ৭ এপ্রিল ছিল পবিত্র শবে কদরের ছুটি। আবার তার আগের দুইদিন অর্থাৎ ৫ ও ৬ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই ৮ ও ৯ তারিখ মিলিয়ে টানা ১০ দিনেরও ছুটি নিয়েছেন।

তিলোত্তমা ঢাকার রাস্তাঘাট এখনও ফাঁকা। কারণ চারিদিকে চলছে ঈদের আমেজ। যদিও ঢাকাতেই যারা ঈদ কাটাচ্ছেন তাদের উপচে পড়া ভিড় দেখা যায় চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোতে। আজ থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত রেলের ফিরতি যাত্রা চলবে। যদিও ঢাকার সেই চিরচেনা রূপ ফিরে আসতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। ফলে যানজটমুক্ত এই নগরীতে স্বাস্তিতে ঘোরাঘুরি করছেন অনেকেই।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর