thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

"রমজানের  চ্যালেঞ্জ  সফলভাবে মোকাবিলা করেছে সরকার"

২০২৪ এপ্রিল ১৫ ১৩:৩৩:৪২

দ্য রিপোর্ট প্রতিবেদক: রমজান মাস উপলক্ষে যে চ্যালেঞ্জ ছিল সেটি সরকার সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। সোমবার (১৫ এপ্রিল) ঈদ পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রমজান মাস আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিলো। সেই চ্যালেঞ্জ আমরা পার করেছি।

এখানেই শেষ নয়, বরং সারা বছর জিনিসপত্রের দাম নিয়ে মানুষকে স্বস্তি দেয়ার কাজ করে যাবে সরকার। পণ্যের দাম নির্ধারণ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমদানি পণ্যের দাম নিয়ে কাজ করে বাণিজ্য মন্ত্রণালয়। কাঁচা পণ্যের দাম নির্ধারণ করবে কৃষি বিপনন অধিদপ্তর। আর বস্তার গায়ে ধান এবং চালের দাম নির্ধারণ করবে খাদ্য মন্ত্রণালয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর