thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ মে 24, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২০ জিলকদ  1445

সাংবাদিক আতিকুর রহমান হাবিব এর মৃত্যুতে বিএনপি মিডিয়া সেলের শোকবার্তা

২০২৪ এপ্রিল ২৩ ২৩:৪১:২৬
সাংবাদিক আতিকুর রহমান হাবিব এর মৃত্যুতে বিএনপি মিডিয়া সেলের শোকবার্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মো. আতিকুর রহমান হাবিব (৪৮) রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি'র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।

মঙ্গলবার, ২৩ এপ্রিল এক শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহবায়ক বলেন, ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক মো. আতিকুর রহমান হাবিব তার সাংবাদিকতা জীবনে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন। তিনি ছিলেন মনেপ্রাণে একজন সাংবাদিক। তার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, স্বতীর্থ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর