thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আদালতে  শিলাস্তির প্রশ্ন "আমি কিভাবে আসামী হই"?

২০২৪ মে ২৪ ২৩:৪৩:০০
আদালতে  শিলাস্তির প্রশ্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানউল্লাহ সাঈদ (৫৬), তানভীর ভূঁইয়া (৩০) ও সেলেষ্টি রহমান ওরফে শিলাস্তি রহমান (২২)।

এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। রাষ্ট্রপক্ষ থেকেও আসামিদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানির শুরুতে শিলাস্তির কাছে এক আইনজীবী যান ওকালতনামায় স্বাক্ষর নিতে। তখন আদালতে কেঁদে ফেলেন শিলাস্তি। তিনি বলেন, ‘আমি কোনো ওকালতনামায় স্বাক্ষর দেবো কেন? আমি কীভাবে আসামি হই। আমি শুধু ওই বাসায় ছিলাম। তাছাড়া কিছুই জানি না।’ ওকালতনামায় স্বাক্ষর না করায় তার রিমান্ড বাতিলের বিষয়ে শুনানি হয়নি। পরে আদালত তাদের ৮ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর পর আবার আইনজীবীর সঙ্গে কথা বলেন শিলাস্তি। তিনি বলেন, যেহেতু আসামি হয়েছি। আমি আইনজীবী নিয়োগ দেবো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর