thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার  ছাড়ালো

২০২৪ জুন ০৯ ১৮:৩৪:৩২
গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার  ছাড়ালো

দ্য রিপোর্ট ডেস্ক:গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়ালো। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গাজার নুসিরাত শিবিরে ইসরায়েল হামলা চালায়। এ ঘটনায় নিহত হয় অন্তত ২৭৪ ফিলিস্তিনি এবং আহত হয় ৬৯৮ জন। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ৮৪ তে পৌঁছেছে। একইসঙ্গে অবরুদ্ধ নগরীতে আহতের সংখ্যা এখন ৮৪ হাজার ৪৯৪।

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত মাসে আন্তর্জাতিক আদালতের আদেশ আগ্রাহ্য করে গাজার রাফাহতে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে চুক্তির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু সরকার।

ইসরায়েল জানিয়েছে, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। রোববার গাজার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর