thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

খাগড়াছড়িতে উড়ে গিয়ে আনার হত্যার আসামি ধরলেন ডিবিপ্রধান হারুন

২০২৪ জুন ২৬ ১৯:০৯:০০
খাগড়াছড়িতে উড়ে গিয়ে আনার হত্যার আসামি ধরলেন ডিবিপ্রধান হারুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে খাগড়াছড়িতে চালানোঅভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একাধিক দল দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালায়।

ডিবিরহারুন অর রশীদ হেলিকপ্টারে করে খাগড়াছড়িতে যান।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি জুনায়েদ আলম জানান, খাগড়াছড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় ফেরার পর মোহাম্মদ হারুন অর রশীদ ব্রিফ করবেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর