thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

২০২২-২৩ অর্থবছরে এপিএ পুরস্কার পেলো এপিএ

২০২৪ জুন ৩০ ১৮:৫৭:২৫
২০২২-২৩ অর্থবছরে এপিএ পুরস্কার পেলো এপিএ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান বৃহস্পতিবার (২৭ জুন) বিভাগের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এপিএ পুরস্কার প্রদান করেন।

বিআইসিএম'র নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিআইসিএম’র পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং এপিএ টিম লিডার নাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন।

এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট উক্ত এপিএতে স্ব স্ব প্রতিষ্ঠানের/বিভাগের পক্ষে স্বাক্ষর করেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর