thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১,  ১৮ মহররম 1446

তুলনামূলক  কম রেমিট্যান্স দিয়ে শুরু হলো নতুন অর্থবছর 

২০২৪ জুলাই ০৮ ১৩:২৬:১৩
তুলনামূলক  কম রেমিট্যান্স দিয়ে শুরু হলো নতুন অর্থবছর 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয়ের একটি ভাল পারফর্মেন্স দিয়ে শেষ হয়েছে। সে হিসেবে তুলনামূলক কম রেমিট্যান্স দিয়ে শুরু হলো নতুন অর্থবছর ২০২৪-২৫।

নতুন বছরের প্রথম ৬ দিনে এলো ৩৭ কোটি ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে প্রতিদিন প্রবাসী আয় এসেছে চার হাজার ৩৩৫ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)।

এ রেমিট্যান্স আগের বছরের প্রতিদিন বা অব্যাবহতি মাস জুন অথবা আগের বছরেরই প্রথম মাস জুলাইয়ের চেয়ে কম।

রোববার (৭ জুলাই) দিনশেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, নতুন বছরের প্রথম ৬ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ১৭ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার। আগের মাসে জুনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৭ মার্কিন ডলার। আগের অর্থবছরের জুলায়ে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৭ ডলার। আর পুরো বছরে গড় প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৫৫ লাখ ২১ হাজার ২৮৮ মার্কিন ডলার।

এ হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছর প্রবাসী আয় নিম্নমুখী ধারায় সূচনা করলো।

৬দিনে রাষ্ট্রায়ত্ত খাতেরব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৭২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ লাখ ৮০ হাজার ডলার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর