thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

"ন্যাটোর সদস্যপদ পাওয়ার খুব কাছে রয়েছে ইউক্রেন"

২০২৪ জুলাই ১২ ১৩:১৬:০৮

দ্য রিপোর্ট ডেস্ক:ন্যাটোর সদস্যপদ পাওয়ার খুব কাছে রয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১১ জুলাই) এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়া ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন লক্ষ্যের খুব কাছে রয়েছে। চূড়ান্ত সদস্যপদ পেতে এখন শুধু দরকার ন্যাটোর আনুষ্ঠানিক আমন্ত্রণ।

যদিও সামরিক জোটটির পক্ষ থেকে ইউক্রেনকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর কোনো ইঙ্গিত এখনও দেয়া হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা লক্ষ্য অর্জনের খুবই কাছে রয়েছি। এখন পরবর্তী ধাপ হচ্ছে আমন্ত্রণ পাওয়া। অবশ্য চূড়ান্ত সদস্য হতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ হতে হবে। আশা করি, দ্রুতই যুদ্ধে আমাদের বিজয় হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর