thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

হতাশ মেসি

২০১৩ নভেম্বর ১৩ ১৪:৫৭:৫৬
হতাশ মেসি

দিরিপোর্ট ডেস্ক : মাঠের পারফর্মে ভালো করতে পারছেন না লিওনেল মেসি। কোথায় অনুশীলন করে নিজের পারফরম্যান্সের ধার বাড়াবেন। উল্টো হ্যামস্ট্রিংয়ের ইনজুরির জন্য আছেন বিশ্রামে। এমন পরিস্থিতিতে অভ্যস্ত নন আর্জেন্টাইন এই তারকা। বলেছেন, ‘আমি হতাশ। তাই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছি।’

ইনজুরির যে অবস্থা তাতে এবছর তার খেলা হবে না বলে মনে করছে ক্লাব বার্সেলোনা। কারণ তাকে বিশ্রামে থাকতে হবে ৬-৮ সপ্তাহ। রবিবার রিয়েল বেতিসের বিপক্ষে খেলার ২১ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

চলতি বছর এনিয়ে ইনজুরির কারণে ৩বার মাঠের বাইরে গেলেন মেসি। বিষয়টি তার কাছে সুখকর নয়। এজন্য মেসি চাচ্ছেন দ্রুত মাঠে নামতে। তবে বার্সেলোনা কর্তৃপক্ষের ইচ্ছে, মাঠে ফিরতে আরও সময় নিক মেসি।

কিন্তু তাতে গলছেন না টানা ৪বার ব্যালন ডি’ওরর পুরস্কার জেতা এই ফুটবলার। আবারও সাইডবেঞ্চে চলে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন তিনি। ভক্তদের উদ্দেশ্য করে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘পরবর্তী কয়েক সপ্তাহ নতুন ইনজুরি কাটিয়ে উঠতে কাজ করবো আমি। আপনারা জানেন, টিমের জন্য না খেলা আমার কাছে কতোটা কষ্টের।’

ইনজুরির জন্য মেসি বার্সোলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আজাক্স ও সেলতিকের বিপক্ষে খেলতে পারবেন না। একই কারণে লা লিগায় তাকে দেখা যাবে না গ্রানাদা, অ্যাথলেটিকো বিলবাও, ভিয়ারিয়াল ও গেতাফের বিপক্ষে।সূত্র: গোলডটকম

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর