thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

একদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’

২০২৪ আগস্ট ০৪ ১৮:৩৫:১০
একদিন এগিয়ে সোমবারই ‘মার্চ টু ঢাকা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে এগিয়ে আগামীকাল সোমবার (৫ আগস্ট) পালনের ঘোষণা দিয়েছে।

রোববার (৪ আগস্ট) আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

আসিফ মাহমুদ বলেন, "আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছেন খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। এই সমন্বয়ক বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই। যে যেভাবে পারেন ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবো"। এর আগে এই কর্মসূচি ৬ আগস্ট পালনের ঘোষণা দেওয়া হয়। সেসময় জানানো হয়, মার্চ এসে দুপুর ২টায় রাজধানীর শাহবাগে জমায়েত করবে। এর স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর