thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাজনৈতিক কার্টুন আঁকার ‘স্বাধীনতা’ ফেরায় আনন্দিত তারেক রহমান

২০২৪ আগস্ট ১১ ২৩:৪৭:০৬
রাজনৈতিক কার্টুন আঁকার ‘স্বাধীনতা’ ফেরায় আনন্দিত তারেক রহমান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা ফিরে আসায় আমি খুবইআনন্দিত।

রোববার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজেএক পোস্টে তিনি এ কথা বলেন। কার্টুনিস্ট মেহেদি হকের পোস্ট করা একটি কার্টুন ওই পোস্টে জুড়ে দেন তিনি।

তারেক লেখেন, আমি গভীরভাবে আনন্দিত, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা ফিরে এসেছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ইআমাকে এবং আমার মাকে নিয়ে কার্টুন আঁকতেন।

গত সরকারের আমলে কার্টুনিস্টকিশোরের নির্যাতনের কথা তুলে ধরে তারেক লেখেন, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। তারেক বলেন, আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও বেশ উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগির আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকাশুরু করবেন।

তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন। গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপিরএক জনাকীর্ণ সমাবেশে তিনি ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির ভাষণ দেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর