thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আজ থেকে বিচারকাজ চলবে হাইকোর্টে, ৮টি বেঞ্চ গঠন

২০২৪ আগস্ট ১২ ০৯:৫০:০৮
আজ থেকে বিচারকাজ চলবে হাইকোর্টে, ৮টি বেঞ্চ গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক:সুপ্রিম কোর্টের বিচারকাজ আজ সোমবার (১২ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এ লক্ষ্যে হাইকোর্টের ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য হাইকোর্টের আটটি বেঞ্চ বসবে। নতুন এ বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক।

এর মধ্যে রিট শুনানির জন্য বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে এবং বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে দুটি দ্বৈত বেঞ্চ করা হয়েছে। এছাড়া বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে দেওয়ানি, বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বে কোম্পানি, বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বে দেওয়ানি ও ফৌজদারি, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে এবং বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে দুটি ফৌজদারি এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বে দেওয়ানি বেঞ্চ গঠন করা হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটা নানা সহিংসতায় গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর