thereport24.com
ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১,  ২ রবিউস সানি 1446

ফেনীতে নিজাম হাজারীসহ ৪৫০ জনের নামে মামলা

২০২৪ আগস্ট ১৩ ২২:৩০:৫৪
ফেনীতে নিজাম হাজারীসহ ৪৫০ জনের নামে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক:শহরেরমহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে মো. সবুজ নামে এক অটোরিকশাচালক নিহত হওয়ার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। এতে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে করা হয়েছে প্রধান আসামি।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মো. সবুজের ভাই মো. ইউসুফ বাদী হয়ে মামলাটি করেন। এতে ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত।

মো. সবুজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার হত্যাকাণ্ডের ঘটনায় ভারত পালিয়ে যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার নিজাম হাজারীর পিএস ও জেলা যুবলীগের সহ-সম্পাদক ফরিদ মানিক ওরফে পিএস মানিকও আসামি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর