thereport24.com
ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১,  ২ রবিউস সানি 1446

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চায় ওনাব

২০২৪ আগস্ট ১৪ ০২:২৬:৪৭
অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চায় ওনাব

দ্য রিপোর্ট প্রতিবেদক:ছাত্রজনতার এক রক্তক্ষয়ী অভুত্থানে স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীনসরকারকে অভিনন্দন জানিয়ে এই সরকারের সফলতা কামনা করেছে বাংলাদেশ অনলাইননিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)। এক বিবৃতিতে ওনাব নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক-আইন শৃঙ্খলাপরিস্থিতির উন্নয়ন, প্রশাসন,বিচারবিভাগ এবং পুলিশবাহিনীর মনোবল ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। এ ছাড়াও রয়েছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা।

আশাকরি, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন এ সরকার সফলতার সঙ্গে কাজগুলো করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে।
ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীনসরকারের গণতন্ত্রে উত্তোরণেরকাজে সব ধরণের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে সকল গণমাধ্যমকে ভয়ভীতির উর্ধ্বে উঠে কাজ করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর