thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ডিএসই চেয়ারম্যান হাসান বাবুর পদত্যাগ

২০২৪ আগস্ট ১৯ ১৮:২৪:৫৬
ডিএসই চেয়ারম্যান হাসান বাবুর পদত্যাগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) তিনি মেইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোহসীন চৌধুরী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান ও বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এসবনিশ্চিত করেছেন।

২০২৩ সালের ৫ মার্চ ডিএসই ডিএসইর ১০৫৪তম পরিচালনা পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন৷ এছাড়া তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷

অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি৷ এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন৷ তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর