thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

এস আলমের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

২০২৪ আগস্ট ২৩ ১৬:১২:৪৪
এস আলমের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজনৈতিক পটপরিবর্তনের পর আর্থিক খাতে ঋণ কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে অন্তবর্তীকালীন সরকার। নির্দেশনা পেয়ে এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট শাখাগুলো।

গত ১৫ আগস্ট শেখ হাসিনা সরকারের আমলে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এবার বিতর্কিত শিল্পগ্রুপটির চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেরর নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

এছাড়া তাদের নামে কোনো লকার বা সঞ্চয়পত্রের তথ্য থাকলে তা-ও জানাতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর