thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বন্যা: ফেনীর দুই উপজেলায় কমতে শুরু করেছে পানি

২০২৪ আগস্ট ২৪ ১১:৪০:০১
বন্যা: ফেনীর দুই উপজেলায় কমতে শুরু করেছে পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক:দুইদিন বৃষ্টি না হওয়ায় ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও জেলা শহর ও সোনাগাজী উপজেলার সর্বত্র প্লাবিত। শনিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলার ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, জেলায় তিন লাখের বেশি মানুষ বন্যা আক্রান্ত। এ পর্যন্ত ২০ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, ছাত্র-জনতা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার কাজ চলমান আছে। এ পর্যন্ত বন্যাকবলিতদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাড়ে ৫০০ টন চাল এবং ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর