thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ৯ রবিউল আউয়াল 1446

শেখ হাসিনা-কাদেরসহ ৩০ জনের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা

২০২৪ আগস্ট ২৬ ১৪:১০:৪৩
শেখ হাসিনা-কাদেরসহ ৩০ জনের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রংপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও মামলায় জেলা পুলিশ সদস্যসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিম ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে এ মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে পূর্বের মামলার সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম রকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশনের সামনে ফুটওভার ব্রিজের নিচে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, আরিফুজ্জামান আরিফ, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান, আবু আশরাফ সিদ্দিক, নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আতাউর রহমান ও আব্দুর রশিদ প্রমাণিক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর