thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বগুড়ায় শিমুল হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৩৫ জনের নামে মামলা

২০২৪ আগস্ট ২৮ ১০:১৩:৩০
বগুড়ায় শিমুল হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১৩৫ জনের নামে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক:বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনে দর্জি শ্রমিক শিমুল মণ্ডল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নিহতের স্ত্রী শিমু বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালকে হুকুমের আসামি করা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় মোট ৬টি মামলা দায়ের হলো। এর মধ্যে ৫টি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলা।

গত ৪ আগস্ট দুপুরে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফা আন্দোলনে গিয়ে নিহত হন শিমুল। শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর