thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

"ড্রেসিংরুমে কাঁদতেন লিটন"

২০২৪ সেপ্টেম্বর ১০ ১৭:১১:২৬

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রশ্নটা শুনেই লিটন দাস বললেন ‘ভুল উত্তর দেব নাকি সঠিক?’ এ পাশ থেকে সঠিক উত্তর চাওয়া হলো। লিটন বললেনও, এরপর জানালেন ভুল উত্তর।

গত কিছুদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছিল তার।

ভালো করতে পারেননি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এ নিয়ে সমালোচনা শুনতে হচ্ছিল লিটনকে। ওই সময় নিজেকে মানসিকভাবে কীভাবে ঠিকঠাক রেখেছেন?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিটন বলেন, ‘যদি সঠিক উত্তর দিই, আমি এসব কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করেছি। কীভাবে পরিশ্রম করব, কীভাবে ভালো করব। ’

এরপর সাংবাদিকরা জানতে চান ভুল উত্তরটা কী। তিনি বলেন, ‘যদি ভুল উত্তর দিই, সারা দিন ড্রেসিংরুমে বসে বসে কাঁদতাম। ’

এরপর সিরিয়াস ভঙ্গিতে লিটন বলেন, ‘এটা হচ্ছে মনের কথা। তবে এটা বিষয় না, ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে না। যে সময় খারাপ যায়, সে সব সময় চেষ্টা করে যে, ভালো কিছু করার। ভালো করার একটাই উপায় আছে আমাদের, সেটি হলো অনুশীলন। ’

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ খেলেছে বাংলাদেশ। তাদের হারিয়েছে ২-০ ব্যবধানে। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন। এসবের পেছনে ইতিবাচক ড্রেসিংরুমের কথাই বলেছেন লিটন।

তিনি বলেন, ‘ড্রেসিংরুমে সব সময় পজিটিভ নেগেটিভ দুই ধরনের কথা বার্তাই হয়। কিভাবে ক্যামব্যাক করতে পারি, কিভাবে গেম চালাতে পারি। সো সব সময় পজিটিভ ওয়েতে কথা বার্তা হয়। একটা জিনিস সবচেয়ে ভালো যে, ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে। চেষ্টা করব জিনিসটা ভালো করার। ’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর