thereport24.com
ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২ জমাদিউস সানি 1446

অবরোধের সাড়া নেই  রাঙামটিতে 

২০২৪ সেপ্টেম্বর ২১ ১৩:১১:১০
অবরোধের সাড়া নেই  রাঙামটিতে 

দ্য রিপোর্ট প্রতিবেদক:খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতের ঘটনায় তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিলেও বান্দরবানে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি।

রাঙামটিতে অবরোধ শুরু হলেও অবরোধের কোনো কিছুই চোখে পড়েনি।

সবধরনের গণপরিবহণ চলাচল করছে আর নৌপথে ও চলছে যাত্রী এবং মালামাল পরিবহন।

শনিবার ( ২১ সেপ্টেম্বর) সকাল থেকে বান্দরবান থেকে ছেড়ে গেছে চট্টগ্রাম-ঢাকা ও কক্সবাজারের গণপরিবহন। অবরোধের কারণে জেলা সদরের কোথাও কোনো ধরনের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। নিত্যদিনের মত সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক চলছে।

এদিকে অপ্রীতিকর যে কোনো ধরনের ঘটনা এড়াতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন।

বান্দরবান পূর্বাণী চেয়ারকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, পাহাড়ে ডাকা অবরোধের প্রভাব বান্দরবানে পড়েনি। সকাল থেকে বান্দরবানের সকল বাসগুলো চলাচল করছে। চলার পথে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর