thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১,  ১১ রবিউস সানি 1446

লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

২০২৪ অক্টোবর ১৫ ১২:১৯:১৫
লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

দ্য রিপোর্ট ডেস্ক:লেবাননে ইরান সমর্থিতসশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিবাহিনী। বিমান হামলার পাশাপাশি চলছে স্থলও হামলাও। হামলা আরও জোরদার করতেদক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সোমবার(১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলেরসামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই দক্ষিণলেবাননের ২৫টি শহরেরবাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন।

যেসব শহর খালি করতে বলা হয়েছে সেগুলো হলো-বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন, আনসারিয়েহ, মেরুয়ানিয়েহ, জেফতা, বাফারুয়েহ, হাব্বাউচ, নাবাতিহ, সেজউদ, জবা, আনকউন, বানাফউল, কেননারিত, জেইতা, আরনায়া, মাজরাত মাতারিয়েত জবা এবং তানবোরিত।

ইসরায়েলির সামরিক মুখপাত্রআদ্রাই বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এসবশহরের বাসিন্দাদের ‘উপযুক্ত পরিস্থিতিতে’ফিরে আসার অনুমতি দেবে।

এর আগে ইসরায়েলিসেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর থেকে মানুষজনকে সরে যাওয়ার আদেশজারি করেছিল। পরে সেসব এলাকায় বিমান ও স্থল হামলা চালানো হয়।

ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকেহিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে দক্ষিণ লেবাননজুড়ে ব্যাপকভাবে বিমান হামলা শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৮৮ জন নিহত হয়েছেন এবংআরও ৪ হাজার ২৯৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর