thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

ঘুরে এলাম বাংলার তাজমহল!

২০২৪ অক্টোবর ২৫ ০৮:৩৯:৫৪
ঘুরে এলাম বাংলার তাজমহল!

আমরা তিন ভাই-বোন বাবা-মার কাছে আবদার করলাম যে আমাদের বাংলার তাজমহল নিয়ে যেতে। তো তারা বলল ঠিক আছে তাহলে চলো তোমদের আজ তাজমহল নিয়ে যাব।

আমরা বেরিয়ে পড়লাম। সেটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় অবস্থিত। আমাদের বাসা মর্তুজাবাদ থেকে রিকশায় সেখানে পৌঁছালাম। ভেতরে ঢুকে শুরুতেই দেখলাম শাহজাহান ও মমতাজ এর ছবি। আমাদের কাছ থেকে এন্ট্রি ফি নিলো ১৫০ টাকা করে। আমাদের পাঁচজনের জন্য ৭৫০ টাকা হলেও ৬০০ টাকা নিল।

আমরা ভেতরে প্রবেশ করলাম। যায়গাটা এত সুন্দর বলার বাইরে। শুরুতে অনেক সুন্দর একটা ফুলের বাগান রয়েছে। তারপর একটা বড় ঝরণা। আর তারপর আমাদের তাজমহল। সেখানে আমরা অনেক মজা করলাম। ঘুরাঘুরি শেষে আমরা সেখানে থাকা রেস্টুরেন্টে বার্গার খেয়ে নিলাম।

তারপর আমরা চলে গেলাম পিরামিড দেখতে। সেখানে গিয়ে আমরা মমি, রাজা-রাণীদের অলংকার দেখলাম। তারপর ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ, ১১২ বছর বয়সের ৪টা ইংরেজদের গাড়ি এবং সিনেমা হল দেখলাম। আমরা ট্রেনে উঠলাম আর আমরা দেখলাম বেহুলার বাসর ঘর। তারপর আমরা সেখানে নামাজ পড়লাম। তারপর একটি অটোরিকশায় করে বাসায় চলে আসলাম। আমরা সেখানে ছবি তুললাম, অনেক মজা হলো।

যায়িদ বিন আব্দুল্লাহ, পঞ্চম শ্রেণি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর