thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ক্রিমিনাল যতো প্রতাপশালী হোক, ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৪ নভেম্বর ০৬ ১১:৫৯:৩২
ক্রিমিনাল যতো প্রতাপশালী হোক, ছাড় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‌'ক্রিমিনাল যতো বড়ই প্রতাপশালী হোক, যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এ ছাড়া চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।'

আজ বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীতে মাঠ পর্যায়ের পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আজকের সভায় রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। মোহাম্মদপুরের পরিস্থিতি সহনীয় পর্যায়ে এসেছে।

মোহাম্মদপুরের মতো অন্য এলাাকায়ও কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে আরো উন্নতি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। রাস্তায় দোকান বসানোর কারণে ট্রাফিকের সমস্যা হচ্ছে। দোকান উঠিয়ে দিলে কিছুক্ষণ পর আবার বসে যাচ্ছে।

চাদাবাজির বিরুদ্ধ কঠোর অবস্থান নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুটপাতের দোকানের কথা বলা হয়নি রাস্তার দোকানের কথা বলা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর