thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন নীড়

২০২৪ নভেম্বর ১৯ ২৩:৩৮:৩৮
আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন নীড়

দ্য রিপোর্ট প্রতিবেদক:গত অক্টোবরে আন্তর্জাতিক মাস্টার খেতাব নিশ্চিত হয়েছিল মনন রেজা নীড়ের। ৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারে এই খেতাব নিশ্চিত হওয়ার ৩৮ দিন পর আনুষ্ঠানিকভাবে ফিদের কাছ থেকে স্বীকৃতি ও সনদ পেলেন নীড়।

মনন রেজা নীড় বাংলাদেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৮১ সালে নিয়াজ মোর্শেদ ১৫ বছর ৫ মাসে বয়সে এই টাইটেল পেয়েছিলেন। ৪৩ বছর এই রেকর্ড নিয়াজের অধীনে ছিল। মনন রেজা নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন।

বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা পাঁচ। এর মধ্যে ফাহাদ রহমানের একটি জিএম নর্ম রয়েছে। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি জিএম নর্ম প্রয়োজন। ফাহাদ বাদে অন্য আন্তর্জাতিক মাস্টাররা হচ্ছেন আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর ও জিল্লুর রহমান চম্পক।

আন্তর্জাতিক মাস্টার টাইটেলের জন্য ফিদেকে ১৬৫ ইউরো ফি প্রদান করতে হয়। দাবাড়ুর পক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনই এই ফি প্রদান করে। দাবার সর্বনিম্ন টাইটেল ক্যান্ডিডেট মাস্টার। সেই টাইটেলের ফি-ও দাবা ফেডারেশন দায়িত্ব নেয়। ফলে ফিদের কাছে দাবা ফেডারেশনের ঋণের বোঝা বাড়ছে অনেক।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর