thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

জনগণের ম্যান্ডেট হবে ক্ষমতায় আসার অবলম্বন: উপদেষ্টা আসিফ

২০২৪ ডিসেম্বর ০১ ০৭:১৪:১১
জনগণের ম্যান্ডেট হবে ক্ষমতায় আসার অবলম্বন: উপদেষ্টা আসিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবংস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরউপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, “যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেট হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।”

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আমাদের অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে- ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তা স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশের ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয়শেখ হাসিনার চেয়ে বেশি আশীর্বাদ তো কেউ পায়নি। সেই শেখ হাসিনার কী পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা আপনারা স্পষ্টভাবে দেখতে পারছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান তাহলে বাংলাদেশের জনগণের মেন্ডেটকে একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে গ্রহণ করুন।”

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর