thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

২০২৪ ডিসেম্বর ০৫ ১০:৫৮:৩৪
আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। এই ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন হবে ১০ ডিসেম্বর। এক দিন আগেও হতে পারে। এটা খুব স্পষ্ট, আমরা চাই ভালো সম্পর্ক। তবে, সেটা দুই পক্ষ থেকে চাইতে হবে। সে লক্ষ্যে কাজ করতে হবে।”

৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে ঢাকায় যখন দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে, তখন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এর আগে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে বাংলাদেশের পতাকা পোড়ানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর