thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

নারায়ণগঞ্জে হামলার শিকার সমন্বয়কদের গাড়ি, ব্যাগ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০২৪ ডিসেম্বর ০৯ ০৯:৫২:০৬
নারায়ণগঞ্জে হামলার শিকার সমন্বয়কদের গাড়ি, ব্যাগ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ করে ধারণা করছে পুলিশ।

কারণ গাড়ি থেকেমোবাইল ও ব্যাগ নিয়ে গেছে হামলাকারীরা।

রোববার (৮ ডিসেম্বর) রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় মোগড়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঢাকা থেকে বান্দরবানের লামার উদ্দেশ্যেযাচ্ছিলেনছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রোববার রাতেইনিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। বাংলাদেশ সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি । ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর